ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ন আহবায়ক জেষ্ঠ্য সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নজির হোসেন, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু ও উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ডা: শাহাদত হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ এবং সহযোগি অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিএনপির বক্তারা উপজেলাসহ তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীর ভেদাভেদ ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ ভাবে সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনে দলকে শক্তিশালী করারও আহবান জানান।
সেই সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যদি কোন ধরণের চাঁদাবাজি এবং অপকর্মে জড়িয়ে যান তাহলে কোন প্রকার ছাড় নেই বলে উল্লেখ করা হয়। কারও বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে তাদেরকে সঙ্গে সঙ্গে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে বলে বক্তারা জানান।