বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে গাইবান্ধায় অবৈধ ইটভাটা রক্ষার চেষ্টায় মালিকগণের লোক দেখানো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে গাইবান্ধায় অবৈধ ইটভাটা রক্ষার চেষ্টায় মালিকগণের লোক দেখানো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
গাইবান্ধা প্রতিনিধিঃ পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপুর্ন অবৈধ ইটভাটা গুলো বন্ধে সচেতন মানুষ ও পরিবেশবিদগণ দীর্ঘদিন হলো আন্দোলন সংগ্রাম করা পাশাপাশি আইনী চেষ্টা চলমান রেখেছেন। এর ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দাখিল করেন।
এ রিটের আলোকে সারাদেশের সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে আগামী ১৭ মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গত ২৪ ফেব্রুয়ারি সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে ও গাইবান্ধা জেলা জুড়ে অবৈধ ইটভাটা গুলো রক্ষায় অবৈধ ভাটা মালিকগণ জেলার প্রতিটি উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে অবৈধ ভাটা রক্ষার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলার সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর, সাঘাটা,গোবিন্দগঞ্জ উপজেলায়  এ বাংলাদেশ ইট প্রস্তুতকারি মালিক সমিতির ব্যানারে লোক দেখানো এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়।
অপরদিকে অবৈধ ইটভাটা রক্ষায় ভাটা মালিকদের ভাড়া করা লোকজন দিয়ে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি, অবৈধ ইটভাটা বন্ধ ও অবৈধ ভাটা মালিকদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন গাইবান্ধা জেলার সর্বস্তরের সচেতন মানুষ। তারা হাইকোর্টের নির্দেশনার আলোকে জেলার সকল অবৈধ ইটভাটার উচ্ছেদ এর জন্য জেলা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
উল্লেখ্য, সমগ্র বাংলাদেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন শুনানি শেষে আদালত ২০২২ সালের ১৩ নভেম্বর বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন