শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধূ।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ এলাকার ৬৫০জন দরিদ্র ও হতদরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ।
শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, আব্দুল জব্বার আজাদ, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবদল নেতা টিটু দাস, যুব নেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।