শিশু ধর্ষণের প্রতিবাদে হোমনায় শিক্ষার্থীদের মানববন্ধন – বিক্ষোভ


হোমনা প্রতিনিধিঃ মাগুরায় শিশু আছিয়াসহ সারাদেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। সোমবার হোমনা সরকারি কলেজ শাখা ছাত্র দলের ব্যানারে এতে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ম শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।
হোমনা সরকারি কলেজের সামনের সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি হোমনা বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. সাইজুদ্দিন শাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক মো. সাইদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. ফয়সাল, পৌর ছাত্র দলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম অপু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো.সেলিম মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. মুজিবুর রহমান, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. সাইম সরকার আকাশ, তানভির, মো.ইমরান মিয়া, মো. সালাহ উদ্দিন সানি, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. নাঈম হাসান, সদস্য সচিব আবু হায়দার রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর সদস্য সচিব মো. রিয়াজুল হক প্রমুখ।