রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি

পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ৪৫টি ওয়ার্ডে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাচাই শুরু  করেছে কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেলে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বাছাই শুরু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভায় কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।

সভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। আমরা কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড আছে ৫টি ইউনিয়নের জন্য আমরা ১৫ জনের টিম করে দিয়েছিলাম। সেই টিমের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ করেছি। এরাই এসব সদস্যদের যাচাই বাচাই করছে। গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি চারটি গ্রেডএ আমরা ভিগ করে কাজ করছি। আমাদের কাউন্সিলন হবে ৯০ থেকে ১০০ জন। সেই কাউন্সিলরের ভেটে আমরা ওয়ার্ড কমিটি করবো। ওয়ার্ড কমিটি ভোট দিয়ে ইউনিয়ন কমিটি করবে। ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করবো সেই ইউনিয়ন কমিটি ভোট দিয়ে উপজেলা কমিটি করবে। এই প্রকৃাংগুলো পুরো জেলাতে হবে এরই অংশ হিসেবে আজ কাউখালীতে প্রথম যাচাই বাচাই শুরু।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন