সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কমলগঞ্জে মাদকসহ একাধিক মামলার আসামি আটক

কমলগঞ্জে মাদকসহ একাধিক মামলার আসামি আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক মামলার আসামি ও চিহৃত মাদক কারবারি শিপন মিয়াকে মাদকসহ আটক করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকা থেকে শিপন মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ শিপন মিয়ার ঘর তল্লাশী করে তার ঘর থেকে ১৬০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, গ্রেপ্তারকৃত শিপন মিয়া একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন