সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি
গাইবান্ধাঃ  গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুব হোসেনকে ওসএসডি করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মো ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ১৫ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শারমিন সই করা এক অফিস আদেশে ডা. মো. মাহবুব হোসেনকে ওসএসডি করা হয়।
এতে বলা হয়, গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে। আর ডা. মো. মাহবুব হোসেনকে আদেশ জারির দিন থেকে তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে অবমুক্ত করা হলো।
চলতি বছরের ২ মার্চ ‘‘৪০ লাখ টাকা ঘুস, তত্ত্বাবধায়ক বললেন ‘আমি কি জোর করে নিয়েছি’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় বিভিন্ন মিডিয়ায়। সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
রংপুর বিভাগের স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ঠিকাদার ও তত্ত্বাবধায়কের মধ্য বিপুল পরিমাণ ঘুস লেনদেন ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়কে তদন্তের নির্দেশ দেন। সেই মোতাবেক আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আমি বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে দাখিল করি। তদন্তের রির্পোটের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক মাহবুব হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন