জলবায়ু সুশাসন নিশ্চিত করনে কলাপাড়ায় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় “বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করণ” বিষয়ক উপজেলা ইন্সেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশন’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আনিসুর রহমান। পিছিয়েপড়া দরিদ্র জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রান্তিক জনগোষ্ঠীর শক্তিশালী করন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার।
আলোচনা করেন জলবায়ু সুশাসন নিশ্চিত করে প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রেজাউল আহমেদ, কমিউনিটি মবিলাইজেশন কর্মকর্তা সোনিয়া আক্তার প্রমুখ। সভায় কলাপাড়ায় কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রকল্পের কর্মকর্তা রেজাউল আহমেদ জানান, জলবায়ু সুশাসন শক্তিশালী করার উদ্দেশ্য জলবায়ু নীতি ও বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ক জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক সমাজের সংগঠন ও স্থানীয় জনসংগঠনের ক্ষমতায়ন নাগরিক পর্যালোচনা, পরিবীক্ষণ চর্চা, বলি ও এডভোকেসি কার্যক্রমের নাগরিক সমাজের অংশগ্রহণ ত্বরান্বিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। কলাপাড়ার আটটি ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।