সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৩

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের পঁচিশমাইল এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী।

সোমবার (১৯ মে) দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৫ মাইল এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি।

জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন