সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতা

পার্বতীপুরে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতা

সোহেল সানী : কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে স্কিলস কম্পিটিশন প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চত্তরে আয়োজিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন (অঝঝঊঞ) প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো: আহছান হাবীরের সভাপতিত্বে স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো: আমজাদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কারিগরি প্রকল্প কর্মকর্তা মাহবুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান রুখশানা বারী রুকু ও কলেজের শিক্ষক (ইন্সট্রাক্টর) পবন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতায় ১৫টি স্টল স্থান পায়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরন করা হয়।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন