বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে  হত্যার দায়ে ঘাতক জামাইকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত

শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে  হত্যার দায়ে ঘাতক জামাইকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের  নালিতাবাড়ী উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক জামাই  মো. ইসমাইল হোসেন (৪০)কে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।  ৫ জুলাই বুধবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। একইসাথে ৫০হাজার টাকার অর্থদন্ডাদেশ করা হয়েছে।
সরকার পক্ষের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল এবং মামলার নথি সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইসমাইল হোসেন তার শ্বশুরবাড়ী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে বেড়াতে এসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী বিলকিস আক্তারকে কুপিয়ে জখম করে। এসময় তার শাশুড়ি খালেদা বেগম  বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। এঘটনায় বাড়ীর অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে এলে পাষন্ড ইসমাইল আরো ৩ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্ত্রী বিলকিস ও শাশুড়ি খালেদা মারা যায় এবং আহত হয় আরো ৩ জন। পরে নিহত বিলকিসের ভাই আবুল খালেক ঘটনার পরের দিন ২৭ সেপ্টেম্বর বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ২০১৯ সালে ১০ জানুয়ারী পুলিশ চার্জ গঠন করে আদালতে প্রেরন করে। পরে দীর্ঘ শুনানী এবং আদালত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে এ রায় প্রদান করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন