বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

৪০ শতাংশ ভোট পড়েছে : সিইসি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রায় ১২ কোটি ভোটার ভোট প্রদানের সুযোগ পেয়েছিলেন।  তার মধ্যে এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।

 

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান।

 

 

 

 

 

তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। কিছু কিছু কেন্দ্রে জালভোট হয়েছে। তবে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

 

সিইসি বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেফতার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মৃত্যুবরণ করেন। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই।

 

নির্বাচনী সহিংতায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। আমাদের মনিটরিং সেল সেটি পর্যবেক্ষণে রেখেছে। আমরা ক্রস চেক করে যখন দেখেছি ঠিক তখন ব্যবস্থা নিয়েছি। শেষ মুহূর্তে একজনের প্রার্থীতা বাতিল করেছে।

 

তিনি বলেন, এখনও চূড়ান্ত পার্সেন্টিজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এন্ট্রি হয়েছে যতটুকু সেটি অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, নাও বাড়তে পারে।

 

নির্বাচনে একটি বড় দল নির্বাচন বর্জন করে ভোট থেকে বিরত রাখতে চেষ্টা করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালটে সিল মেরেছে। আমরা কিছু ধরেছি, সেগুলোকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা সাইন নেই।

 

 

 

এসময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

 

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

 

এবারের সংসদ নির্বাচনে ইসি নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৯৯ আসনে ১ হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সারাদেশে ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়

 

ভোটের শেষ বেলায় চট্রগ্রাম-১৬ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

 

এছাড়া দুই জেলায় দু’জন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গিয়েছে। একজন গতরাতে দায়িত্ব পালনকালে হার্ট অ্যাটাক করে মারা যায়। আরেকজন আজ জামালপুরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে বলে জানান ইসি সচিব জাহাংগীর আলম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন