অনলাইনে ছড়িয়ে পড়া জাতীয় নির্বাচনের তফসিলটি ভুয়া: ইসি
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া জাতীয় নির্বাচনের তফসিলের ঘোষণা, মনোনয়নপত্র ও ভোট গ্রহণের তারিখের খবরটি গুজব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব।শুক্রবার লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।আহসান হাবিব বলেন, ‘এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশে কে বা কারা এমন ভুল এবং বানায়োট তথ্য প্রচার করছে এটা নিয়ে আমাদের ধারণা নেই। তবে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিবে।তিনি আরও বলেন, আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি, সেটা লক্ষ্য রেখে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়।