রবিবার, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পার্বতীপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় পার্বতীপুর পৌরসভার আয়োজনে পৌর চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর পৌর সভার মেয়র মোঃ আমজাদ হোসেন। মশক নিধন কর্মসূচি উপলক্ষে মেয়রের নেতৃত্বে একটি র‌্যালী পৌর চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুরুুল হক মঞ্জু, কৈলাস প্রসাদ সোনার, জাহাঙ্গীর আলমসহ পৌর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন বলেন, সারা বছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আজকের এ মশক নিধন কর্মসূচি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন