শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বগুড়ার নন্দীগ্রামে ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে ভ্রাম্যমাণ আদালত

বগুড়ার নন্দীগ্রামে ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে ভ্রাম্যমাণ আদালত
জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে ইফতারের দোকানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতার তৈরি ও বিক্রয় তদারকিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে নন্দীগ্রাম শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে ইফতারের দোকানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেসময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন ও নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার প্রমুখ।
সেসময় উপজেলার শিমলা বাজারে অবস্থিত মোশারফ হোসেনের চানাচুরের দোকানের ট্রেড লাইন্সেস না থাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন