মাদারীপুরে ৫টি তাজা ককটেল উদ্ধার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এনামুল দর্জির অনুসারী মহসিন মীরের সহযোগীরা ইকবাল মীরের সঙ্গে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ তার বাড়ি ও আশে পাশের এলাকায় তল্লাশি চালিয়ে মহসিনের প্রতিবেশী রাশিদা বেগমের ঘরের বারান্দায় খাটের নিচে বালি ভর্তি বালতি থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দর্জি বাড়ির দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছে। এক পর্যায়ে ককটেল বোমা বিস্ফোরণ শুরু হলে পুলিশ বালতিসহ কিছু লোককে দৌড়াতে দেখে তাদের পিছু নেয়। এ সময় তারা মৃত কেরামত আলী মেম্বারের ঘরে বালতি রেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময়ে এনামুল দর্জি, সজল মীর, মহসিন মীরসহ ১০/১২ জনকে দৌড়াতে দেখে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল উদ্ধার করে এবং বোমাগুলোকে একটি ফাঁকা যায়গায় নিয়ে ডিসপোজ করা হয়।