মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস ২০২৩ পালিত
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
 দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও গণপূর্ত বিভাগ এবং জাতীয় গহায়ন কর্তপক্ষ দিনাজপুর এর বাস্তবায়নে বিশ্ব বসতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাকিল আহমেদ। সহকারী কমিশনার এম.এ কাদের’র সঞ্চালনায়
“ স্থিতিশীল নগর অর্থনীতির প্রবদ্ধি ও পুনরুদ্ধার টেকসই নগরসমূহই চালিকাশক্তি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলাচনায় অংশ নেন এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ নুর-এ-আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মাঃ শরিফ, জাতীয় গৃহায়ন কর্তপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মইনুল হক মাতোঈদ, দিনাজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী গণপূর্ত উপবিভাগ) ইমরান রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত ই/এম উপ বিভাগ দিনাজপুর) নাফিস চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে প্রজেনটেশন উপস্হাপন করেন দিনাজপুর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী (সিভিল) কাজী তরিকুজ্জামান। উক্ত অনুষ্ঠান গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন কর্তপক্ষ দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে  র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন