রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

লালমনিরহাটে  ১৯৫ বোতল ফেনসিডিল ৭২ পিচ ইয়াবাসহ আটক-৩

লালমনিরহাটে  ১৯৫ বোতল ফেনসিডিল ৭২ পিচ ইয়াবাসহ আটক-৩
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাট সদর থানার নিয়মিত বিশেষ অভিযানে ১৯৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ৭২ পিচ ইয়াবাসহ- ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার ২১ জুন লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে ১৯৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনন্সিডিল ও ৭২ পিচ ইয়াবাসহ -৩ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম এর নেতৃত্বে এসআই মশিউর রহমান ও তার সঙ্গীয় অফিসার ফোর্সসহ এ বিশেষ অভিযানটি পরিচালনা করে সদর উপজেলার ০৬ নং খুনিয়াগাছ ইউনিয়নের পাকার মাথা এলাকায় তিস্তা নদীর ঘাট হতে ১৯৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক কারবারি লিয়াকত আলী (৫০) কে হাতেনাতে আটক করেন এবং একই দিনে সদর উপজেলার ৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে ৭২ পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ অন্তর মিয়া (২৩) ও মুরাদ মিয়া (১৯)
কে আটক করেছেন।
আটককৃত মাদক কারবারি লিয়াকত আলী (৫০) সদর উপজেলার কালমাটি পাকার মাথা এলাকার মৃত বনো মামুদ এর ছেলে অপর আসামি অন্তর মিয়া (২৩) ও মুরাদ মিয়া (১৯) কুড়িগ্রাম জেলার কৃষ্ণপুর কলেজপাড়া তালতলা ৭ নং ওয়ার্ডের মজু মিয়ার ছেলে এবং আসামি মুরাদ মিয়া একই এলাকার জমশের আলীর ছেলে।
উক্ত আটক আসামিদ্বয়কে লালমনিরহাট সদর থানার মামলা নং-৩৬, ধারা- ৩৬ (১) সারণির ১৩ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং মামলা নং-৩৩, ধারা- ৩৬ (১) সারণির ৯ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এ বিশেষ অভিযান চলমান থাকবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন