মৌলভীবাজারে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন
মৌলভীবাজার প্রতিনিধি:
”পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩।
শনিবার (৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। র্যালীতে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বিকেলে পৌর জনমিলন কেন্দ্র অডিটোরিয়ামে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অবিনাশ বিশ্বাস, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রেনু প্রমুখ বক্তব্য রাখেন।
এ বছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) মো. রাকিবুল হাছান এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। এছাড়া কমিউনিটি পুলিশিং এ ভূমিকা রাখায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে বিশেষ সম্মাননা জানানো হয়। অতিথিগণ তাদের হাতে সম্মাননা স্বারক এবং সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।