রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অ্যাকশনে মেয়র আরিফ

অ্যাকশনে মেয়র আরিফ

 

সিলেট নগরীর ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর।

মেয়রের নেতৃত্বে সোমবার (২৪ জুলাই) সকাল থেকে এ অভিযান চালানো হয়।

অভিযানটি বন্দরবাজার থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে আম্বরখানায় গিয়ে শেষ হয়। অভিযান চলাকালে এসকল এলাকার ফুটপাত ও স্থায়ী দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়।

পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদেরকে সড়কের যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন মেয়র। একইসাথে সড়কের পাশে অবৈধভাবে সাঁটানো ব্যানার ও পোস্টার অপসারণ করেন মেয়র।

পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র আরিফুল বলেন, এখন থেকে প্রতিদিন এই অভিযান চালানো হবে নগরের ৪২ টি ওয়ার্ডেই।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততোদিনই কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন আশাকরি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন