শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ উদ্বোন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৌরসভা অডিটোরিয়মে দুই দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুলি ভাবে যুক্ত হয়ে উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হরিপদ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধুরী। এছাড়াও লেখক, কবি, সাহিত্তিক, ছড়াকার, সাংবাদিক ও সাংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টায় লেখক কর্মশালায় কবিতা, ছড়া, সাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভূতি রচনার কলাকৌশল এবং পদ্ধতিগত দিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কবি ও গবেষক প্রফেসর নূপেন্দ্রলাল দাশ। বিকেল সাড়ে ৪টায় প্রবন্ধপাঠ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক ও প্রাবন্ধিক দ্বীপেন্দ্র ভট্রাচার্য ও সুরকার ও সাংস্কৃতিজন বুলবুল আনাম। আলোচক হিসেবে ছিলেন, আবৃত্তিকার ও সাংস্কৃতিজন দেবাশীষ চৌধুরী রাজা, কবি ও গবেষক ড. এস এ মুতাকাব্বির মাসুদ, কবি ও সাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল, ছড়াকার ও সাহিত্যিক অবিনাশ আচার্য। সভাপতিত্ব করেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা। বিকেল সাড়ে ৫টায় সাংবাদিক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপুর সভাপেিত্ব স্থানীয় লেখক স্বরচিত সাহিত্যপাঠ, ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ থেকে নির্বাচিত অংশ উপস্থাপন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্টিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টান।