মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় শশুর বাড়ির রাস্তা থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

হোমনায় শশুর বাড়ির রাস্তা থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় শশুর বাড়ির রাস্তা থেকে মো. মঙ্গল মিয়া (৪৫) নামের এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মৃত মঙ্গল মিয়ার শশুর বাড়ি উপজেলার বালুকান্দি গ্রামের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. ধন মিয়ার ছেলে। নিহতের স্ত্রী রিনা আক্তার জানান, রাতে তার স্বামী তার বাপের বাড়িতে তার সাথেই ছিল। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যান স্বামী। অনেক্ষণ পরে শুনতে পাই, রাস্তায় আমার স্বামীর লাশ পরে আছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ ব্যাপারে নিহতের স্ত্রী রিনা আক্তারসহ বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরও কোনো অভিযোগ নেই। নিহতের শরীরে আঘাতের কোনো ক্ষত নেই। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন