বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
বিউল হক রতন, ডোমার ( নীলফামারী ) প্রতিনিধিঃ
 নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত মুজিব বর্ষের গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে  প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত মুজিব বর্ষের গৃহ হস্তান্তরের বিষয়ে বিষদ আলোচনা তুলে ধরেন সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় অন্যান্নদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়নসহ অন্যান্য সাংবাদিকরাও  উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন,ডোমার উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০৯ আগস্ট ২০২৩ইং তারিখ বুধবার সকাল ১০ টায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) নির্ধারিত গৃহসমূহ উপকার ভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উপকার ভোগীর মধ্যে প্রাপ্ত বরাদ্দের ১ম পর্যায়ের ৩৮ টি,২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ১৩০টি, ৪র্থ পর্যায়ে ১৩৯ টি পরিবারসহ মোট ৬০৭টি পরিবার। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে ৪০টি পরিবার সহ সর্বমোট ৬৪৭ টি পরিবার কে পুনর্বাসন করা হয়েছে। এরমধ্যে প্রায় ১৪ একর খাস জমি উদ্ধার করে গৃহ নির্মাণের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দকৃত খাস জমির আনুমানিক বাজার মুল্য প্রায় ৪ কোটি টাকা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন