মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

 

হিলি প্রতিনিধি
ভারতে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)। পক্ষান্তরে বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১ টায় হিলি জিরোপয়েন্টের শুণ্য রেখায় এ মিষ্টি বিনিময় করেন। এসময় উভয় দেশের সীমান্তরাক্ষী বাহিনীর কর্তব্যরত সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান জানান,ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে ৬ প্যাকেট মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ সদস্য। পক্ষান্তরে বিএসএফকেও ৬ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। তিনি আরোও বলেন,সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষে উভয় দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে একে-অপকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে সীমান্তে দায়িত্ব পালনে দুই বাহিনীর মাঝে সম্পর্ক আরো সুদূড় হবে।এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির উদ্যোগে হিলি আইসিপি ক্যাম্পে সকাল ১০ টায় অসহায় ও দুস্থদের মাঝে চাল,ডাল,তেল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান। এসময় নায়েক সুবেদার সাখাওয়াত হোসেনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন