বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পরের দুই ম্যাচেও জাভিকে পাবে না বার্সেলোনা

পরের দুই ম্যাচেও জাভিকে পাবে না বার্সেলোনা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাজেভাবে মৌসুম শুরু হয়েছে আগের আসরের লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। প্রথম ম্যাচে তারা গেতাফের বিপক্ষে কেবল ড্র নিয়েই মাঠ ছাড়েনি, বাড়তি হিসেবে ছিল দুটি লাল কার্ডও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার কার্ড নিয়ে যখন হতাশায় ভুগছিল বার্সা, তখনই কোচ জাভি হার্নান্দেজের কপালেও ‘রেড সিগনাল’ জুটে। সহকারী রেফারির সঙ্গে বাগবিতন্ডায় জড়ানোয় তাকে ম্যাচের পরবর্তী সময়ে বক্সে বসেই খেলা দেখতে হয়। সেই শাস্তির মাত্রা এবার আরও বেড়ে গেছে জাভির। 

আগামী দুই ম্যাচেও এই স্প্যানিশ কোচকে ডাগআউটে পাবেন না শিষ্যরা। জাভি কেবল মাঠেই রেফারির প্রতি ক্ষুব্ধ ছিলেন না, সেটি তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও টেনে নিয়ে যান। পরবর্তীতে শাস্তি বাড়িয়ে জাভিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একইসঙ্গে কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষের ম্যাচে রাফিনিয়াকেও পাবে না বার্সা। গত রোববার (১৩ আগস্ট) গেতাফের বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে লাল কার্ড দেখেন এই কাতালান কোচ। বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদে এজ্জালজুলি ফাউলের শিকার হওয়ার পর জাভি সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে এক প্রতিবেদনে রেফারি সিজার সোতোর দাবি করেন, বেশ কয়েকবার জাভিকে সতর্ক করলেও তাতে কান দেননি তিনি। অন্যদিকে ম্যাচ শেষে জাভি জানান, ‘মানুষ যে ফুটবল দেখতে চায় না, সেটিই তো স্বাভাবিক। এটাই যদি হয় আমাদের লিগের পণ্য, যেটা আমরা বিক্রি করে থাকি, তবে সেটা লজ্জাজনক। পুরোপুরি লজ্জাজনক। সবাই দেখেছে কী ঘটেছে। বলতেই হচ্ছে, আমাদের চুপ থাকা উচিত নয়।’ ১০ জনের বার্সেলোনার বিপক্ষে অবশ্য সুযোগ নিতে পারেনি গেতাফেও। ৫৭ মিনিটে তারাও পরিণত হয় ১০ জনের দলে। বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাইমে মাতা। ফলে দুদলের মোট তিনজন লাল কার্ড দেখেন ম্যাচটিতে। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্র নিয়ে

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন