বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অলিখিত ফাইনালে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অলিখিত ফাইনালে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে টানা হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সমতায় ফিরেছে সফরকারী ভারত। পাঁচ ম্যাচের মধ্যে সমান জয়ে শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল ম্যাচে রুপ নিয়েছে। অলিখিত ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্রের লডারহিলে চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে ক্যারিবিয়রা। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে কাল বড় সংগ্রহই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তাদের স্কোর দাড়ায় ১৭৮। তবে ভারতের জয়ের মূল নায়ক শুভমান গিল এবং নবাগত যশ্বসী জয়সোয়ালের নৈপুণ্যে এ লক্ষ্যও ভারতের জন্য সহজ হয়ে যায়। ১৮ হাতে রেখে ১ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অর্থাৎ ভারত ৯ ইউকেটে জয় পায়। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো করতে পারেনি। ৫৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে শিমরন হেটমায়ারের সঙ্গে শাই হোপের ৪৯ রানের জুটিতে কিছুটা সামলে নেয় তারা। এরপর ২৯ বলে ৪৫ রান করে হোপ আউট হলেও ৩৯ বলে হেট্মায়ারের ৬১ রানে ভর করে ১৭৮ রান তুলে তারা। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শুরুটা দুর্দান্ত করেছে ভারতের ওপেনিং জুটি। মূলত উদ্বোধনী জুটিতেই জয়ের একেবারে নিকটে পৌঁছে যায় তারা। জয়সোয়াল এবং গিলের ব্যাটে প্রথম ছয় ওভারেই ৬৬ রান তুলে সফরকারীরা। এরপরে দুজনই ১১ তম ওভারে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এ দুজনের ওপেনিং জুটি থামে দলীয় ১৬৫ রানে। ততক্ষণে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এ দুজনের জুটি গড়েছে ভারতের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। রোমারিও শেফার্ডের বলে গিল মিডউইকেটে হোপকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেও তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে ঠিকই জয়ের বন্দরে পৌঁছান জয়সোয়াল। ফলে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরেছে ভারত। এখন দেখার বিষয় শেষ ম্যাচে জিতে সিরিজ নিজেদের করতে পারবে কে? ওয়েস্ট ইন্ডিজ নাকি ভারত?

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন