বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অতিরিক্ত কিছু আশা করেন না শান্ত

অতিরিক্ত কিছু আশা করেন না শান্ত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গেল বছর নিউজিল্যান্ড সফরে টেস্ট না জেতার আক্ষেপ মিটিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদেরই বিপক্ষে ওয়ানডেতে কোনো জয় ছিল না। চলতি সফরে শেষ হয়েছে ওই আক্ষেপ। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আক্ষেপ মেটানোর পালা বাংলাদেশের সামনে।

চলতি বছরে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে আছে টিম টাইগার্স। এখন পর্যন্ত তিনটি সিরিজ অংশ নিয়ে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। যদিও কিউইদের বিপক্ষে অতিরিক্ত কিছু আশা করেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ (মঙ্গলবার) নেপিয়ারে ট্রফি উন্মোচনে শেষে শান্ত বলেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেমন তেমনটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটিই করার জন্য প্রস্তুত।’ শান্তর ভাষ্য, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’ কিউই কন্ডিশনে পেসারদের ভালো কিছু করার সম্ভাবনা বেশি থাকে। একই সঙ্গে স্পিনারদের কাছেও ভালো কিছু চান শান্ত, ‘অবশ্যই, এখানে পেস বোলারদের তো বাড়তি একটু সুবিধা থাকেই। তারপরও ভিন্ন সংস্করণে খেলা। পেস, স্পিন দুই বিভাগেই আশা করছি তারা দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন