শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

খানসামায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

খানসামায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন প্রায় ৬০০ রোগী।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে এবি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাকেরহাটে আকবর আলী শাহ্ উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলা, মেডিসিনসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন খানসামা উপজেলার পাশাপাশি চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেখানে কার্যক্রম উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
পাকেরহাটে এসময় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (নিউরোসার্জারী) ডা নারায়ণ চন্দ্র রায় জয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্ন রায় বিএসসি ও আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ভেড়ভেড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান খলিল ও প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু।
চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম ববি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস. ডা মাহফুজা আক্তার, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা আবু হাসনাত অমিত, ঢাকা ল্যাব এইড হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা মোঃ আব্দুল্লাহ চয়ন, ঢাকা ল্যাব এইড হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা মাইমুনা তানজিলা আফরিন, ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা রশিদা সুলতানা রিংকু, ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের হৃদ রোগ বিশেষজ্ঞ ডা নাবিদ রহমান।
স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূলের মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন