শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

তিব্বতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

তিব্বতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তিব্বতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এসব চীনা কর্মকর্তা তিব্বতের ১০ লাখের বেশি শিশুকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে যেতে বাধ্য করার সঙ্গে জড়িত। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। তারা বলেছে, চীনের এই জবরদস্তিমূলক নীতির মাধ্যমে তিব্বতের তরুণ প্রজন্মের মধ্য থেকে তদের স্বতন্ত্র ভাষাগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ)(৩)(সি) ধারা অনুযায়ী চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। ভিসা নিষেধাজ্ঞার ঘোষণার সঙ্গে তিব্বত ও চীনের অন্যান্য অংশে এ ধরনের জবরদস্তিমূলক নীতি পরিহারের জন্যও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। দেশটি আরও বলেছে যে, তারা তাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে এ ব্যাপারে কাজ চালিয়ে যাবে। এর আগে গত ফেব্রুয়ারিতে তিব্বতের শিশুদের আবাসিক স্কুলে জোর করে পাঠানোর বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাতিসংঘের তিন মানবাধিকার বিশেষজ্ঞ। রিপোর্টে বলা হয়েছিল, ১০ লাখের বেশি তিব্বতি শিশুকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানো হয়েছে। তিব্বতি শিশুদের জন্য বাধ্যতামূলক আবাসিক স্কুলের মাধ্যমে দেশটির সংখ্যাগুরু হানদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এমন অভিযোগ সরসরি অস্বীকার করে চীন। দেশটি বলছে, চীনের ভাবমূর্তি নষ্ট করতে এটি আরেকটি অপচেষ্টা মাত্র।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন