শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লাইট ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

লাইট ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ানদের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার
লাইট ইঞ্জিনিয়ারিং কারখানায় কর্মরত মালিক ও টেকনিশিয়ানদের স্কিলস্ ফর এ্যমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় দক্ষ জনশক্তি তৈরি করতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় একটি চাইনিজ রেস্তরাঁয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘোষিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দক্ষ জনশক্তি তৈরি করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি ও স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর আওতায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে মতবিনিময় ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাজু আহমেদ, পরিচালক আনোয়ারুল হক আনসারী, পরিচালক ইসলাম আহমেদ বাবু, পরিচালক আবু হোসেন খোকন, বাইওয়া সেইফ প্রজেক্টের চীফ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, কো-অর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক খান, ফাহিম মোহাম্মদ শোয়েব। প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুরের ৩৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন