রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

টেকনাফে জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মশালা

টেকনাফে জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মশালা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি নিরূপণ এবং জলবায়ু সহনশীল জীবিকা নির্বাচন বিষয়ক গবেষণা কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিজিআর প্রকল্প, বিডিআরসিএস ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা মো. তানবীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (ভিটুআর) প্রকল্পের এএফএও মো. মনছুর আলীর পরিচালনায় সেন্টার ফর পিপলস এন্ড এনভায়রনমেন্ট (সিপিই) কতৃক আয়োজিত কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিপিই এর গবেষক আবদুর রহমান (রানা) এবং গৃহীত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্তমূলক আলোচনা করেন ডিআআর টেকনিকাল অফিসার অবনীন্দ্র চন্দ্র কর্মকার।উন্মুক্ত ও মতামতমূলক আলোচনা করেন উপজেলা সহকারী মৎস্য অফিসার শহীদুল আলম, উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার শফিউল আলম, সাংবাদিক মো. আশেক উল্লাহ ফারুকী, উপজেলা পরিষদের সিএ সৈয়দ হোসেন মামুন, পিসি মোনায়েম হোসেন, কৃষক নুরুল আলম ও জেলে আবদুল গণী। উপজেলার কয়েকটি দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, কৃষক, জেলে ও সাংবাদিকরা এতে অংশ নেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন