শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে ভেজাল আইসক্রিম তৈরি করায় জরিমানা

শ্রীমঙ্গলে ভেজাল আইসক্রিম তৈরি করায় জরিমানা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল আইসক্রীম বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর বিরাহিমপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যাণ আদালত পরিচালনা করে ভেজাল আইসক্রীম বিক্রির অপরাধে মো. আশরাফ নামের এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন। এসময় ওই ব্যক্তির হেফজত থেকে ৯৫টি প্যাকেটে ১৯০০পিস ভেজাল আইসক্রীম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। পরে ইউপি সদস্য মো. লিমন মিয়া, শ্রীমঙ্গল রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিক মিয়া সহ স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত ভেজাল আইসক্রীম ধ্বংস করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন