মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সুবর্ণচরে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

সুবর্ণচরে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ

সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এঁর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবি, শিক্ষক,এনজিও প্রতিনিধি,গণ্যমান্য ব্যাক্তি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (৪ সেপ্টেম্বর ) সকাল ১১টার সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম এর সভাপতিত্বে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর অনুমতিক্রমে উপজেলা সমাজসেবা অফিসার নুরুন নবীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেনন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মোবারক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম,চরজব্বার থানার (ওসি) তদন্ত জয়নাল আবেদিন, সুবর্ণ প্রেসক্লাব,সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব,সুবর্ণচর প্রেসক্লাব প্রতিনিধিগণ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইমাম,শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবু জাহের, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসাইন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম সুমন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলী আক্কাস, উপজেলা মেডিকেল সহকারী অফিসার ডাঃ সিফাতুর রহমান প্রমুখ।

নতুন কর্মস্থলে যোগদানের পর মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার সংক্ষেপে নিজের পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি সমাজের দর্পন হচ্ছে সংবাদপত্র। সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না।

আপনারা কোন অসংগতি দেখলে পত্রিকা বা যে কোন মিডিয়ায় প্রচারের আগে আমাকে জানাবেন। আমি স্বচ্ছতার সাথে মিডিয়াকে সহযোগিতা করবো আশা রাখবেন। কোন কিছু বিনা অনুমতিতে রেকর্ড না করতেও অনুরোধ জানান তিনি। অনেক সময় সাংবাদিকদের তথ্য বিভ্রাটের কারনে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আমরা সবাই দায়িত্ব পালনে দায়িত্বশীল হলে তা আর হবেনা।

তিনি আরো বলেন, আমার নাম বলে কেউ সুবিধা নিতে চেষ্টা করলে আমাকে সরাসরি জানাবেন। আমি কোন অবস্থায় অনিয়মকে প্রশ্রয় দিবোনা। আমি এর আগের কর্মস্থলে ও প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে আন্তরিক পরিবেশে কাজ করেছি। সুবর্ণচরেও আশা করি সকলের সহযোগিতা পাবো। সবাই মিলে আমরা উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো এবং জনমুখী সেবা প্রধানে আমি প্রতিজ্ঞা করছি আমাকে পাশে পাবেন। সুবর্ণচর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো সকলের সহায়তায়।

সকল সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে সাংবাদিক আবদুল বারী বাবলু বলেন, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানুষের নাগরিক অধিকার, সরকারের উন্নয়ন, নাগরিক সমস্যা, মাদকসহ নানান অনিয়ম দুর্নীতি তুলে ধরে। প্রশাসন যদি সে আলোকে সমাধানে তরিৎ উদ্যোগ গ্রহণ করে তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে। সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধ,খাস জমি জবরদখল হতে উদ্ধার,বাল্য বিবাহ রোধ, কিশোর অপরাধ, মাদকদ্রব্য নির্মুল,শিশু শ্রম রোধ,সুপেয় নিরাপদ পানি ব্যবহার,মেঘনা লেক সংষ্কার করে, অবৈধ দখলদার থেকে উদ্ধার করে খাল পুঃখনন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সেচ এর মাধ্যমে পানির সমস্যা সমাধান, প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পূনরায় চালুর দাবি জানান প্রশাসনের নিকট।

উল্লেখ্য, ৩৫তম বিসিএস এ যোগদানকৃত আল আমিন সরকার এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত ম্যাজিট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮শে আগস্ট আল আমিন সরকার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুবর্ণচরে পদায়ন করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন