৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : রাজধানীর এফডিসি এলাকায় রেললাইন অবরোধ করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।|আরও খবরএর আগে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে সকাল ১০টার দিকে রাজধানীতে কয়েক শ শ্রমিক রেললাইনে অবস্থান নেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস ট্রেন কমলাপুর থেকে ছাড়লেও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যায়।ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা অবরোধ তুলে নেয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।এদিকে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসছে রেলওয়ে ও পুলিশ কর্তৃপক্ষ। এজন্য বিক্ষোভকারী শ্রমিকদের প্রতিনিধিরা রাজধানীর রেলভবনে গেছেন।ডিএমপির তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, শ্রমিকদের সাথে কয়েক দফা আলোচনা করা হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকরা আলোচনা করতে চান। এজন্য তাদের নিয়ে রেলভবনে যাওয়া হচ্ছে। শ্রমিকরা রেললাইন থেকে সরে যাওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।