উলিপুরে বাল্যবিবাহে অধিক ঝুঁকিপূর্ণ পরিবারে সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহের অধিক ঝুঁকিপূর্ণ পরিবারের সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে, আরডিআরএস বাংলাদেশ, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায়, চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের অনুষ্ঠিত কর্মশালা সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, সহি’র টেকনিক্যাল অফিসার মোসলেম উদ্দিন, সাংবাদিক আব্দুল মালেক, ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী বেগম, আমিনুল ইসলাম, সোয়েব আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।