সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব। এই সাকিব অবশ্য সাকিব আল হাসান নন, তিনি তানজিম হাসান সাকিব। শেষ মুহূর্তে এশিয়া কাপে ডাক পাওয়া এই পেসার একদিন পর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ সোমবার (২৮ আগস্ট) ক্যান্ডিতে পৌঁছেছেন নতুন সাকিব। খেলার সুযোগ পেলে এশিয়া কাপেই অভিষেক হতে পারে সিলেটের এই ক্রিকেটারের। ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার অবশ্য দলে যুক্ত হয়েছেন মূলত ভাগ্যের সুবিধা নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন এবাদত হোসেন চৌধুরী। সেই চোট আর সারেনি তার। এমনকি সমস্যার সমাধান করতে ইংল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছে তাকে। আর তারই বদলি হিসেবে ডাকা হয় সাকিবকে। জুনিয়র সাকিবের এটাই জাতীয় দলে প্রথম ডাক পাওয়া। তবে সেই প্রথমেও বাঁধল বিপত্তি। টিকিট না পাওয়ায় মূল দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। তাকে ছাড়াই বাংলাদেশ ছেড়েছে টিম টাইগার্স। এক দিন পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব। অবশ্য এই দেরিতে খুব একটা ক্ষতি হয়নি তার। ক্যান্ডিতে প্রথম দিনটা একরকম অবসরেই পার করেছে বাংলাদেশ।সাকিব পৌঁছে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ দল পূর্ণতা পায়নি। দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাস জ্বরে আক্রান্ত হয়ে দেশেই অবস্থান করছেন। বদলি ভাবনায় থাকা সাইফ হাসানও ডেঙ্গুতে আক্রান্ত। দুজনের কেউই সুস্থ না হলে জাকির হাসানকে যেতে হতে পারে এশিয়া কাপের মিশনে। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ক্যান্ডিতে। ৩১ আগস্টের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। এরপর ৩ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি আয়োজিত হবে আরেক আয়োজক দেশ পাকিস্তানে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন