বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বার্সা-রিয়াল ক্লাসিকোতেও নায়ক বেলিংহ্যাম

বার্সা-রিয়াল ক্লাসিকোতেও নায়ক বেলিংহ্যাম

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জাভি, ইনিয়েস্তা, মেসুত ওজিল, সার্জিও রামোস…কালের আবর্তনে এল ক্লাসিকো হারিয়ে ফেলেছে স্বর্ণালী যুগের তারকাদের। কিন্তু বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ যখন মুখোমুখি, তখন ফুটবল মাঠে উত্তাপ ছড়াবে— এটাই হয়ত স্বাভাবিক। উত্তেজনা ছড়িয়েছে বটে, তবে মাঠের খেলায় সেই চিরায়ত ঝাঁঝ আর দেখা মেলেনি। ইনজুরি জর্জরিত বার্সেলোনার কাছে কিছুটা মলিনই ছিল রিয়াল মাদ্রিদ। তবে পুরো মৌসুমে যিনি আলো ছড়িয়েছেন, সেই জ্যুড বেলিংহ্যাম আরও একবার ত্রাতা হলেন রিয়ালের।গতকাল (শনিবার) রাতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। জাভি হার্নান্দেজদের ‘নতুন ঘর’ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে দুই দু’বার বেলিংহ্যামের গোলে স্তব্ধ করে দিল রিয়াল। বার্সেলোনার স্কোয়াডে ছিল একঝাঁক ইনজুরি। বিশেষ করে মাঝমাঠে পেদ্রি আর ফ্র্যাঙ্কি ডি জংয়ের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবু ম্যাচের লম্বা একটা সময় মাঝের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল কাতালোনিয়ার ক্লাবটি। তবে রিয়ালে বেলিংহ্যাম আছেন, ম্যাচটাও শেষ করলেন ওই একজনই। শেষ মুহূর্তের গোলে রিয়ালকে ২-১ গোলের জয় এনে দিয়েছেন এই ইংলিশম্যান। ম্যাচের প্রথমার্ধ অবশ্য খেলেছে বার্সাই। ৬ মিনিটেই ইলকাই গুনদোয়ানের গোলে এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেসের সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সে বল পেয়েছেন। আলাবা ট্যাকল করতে গিয়ে সেই বলকে আরও সহজ করলেন। এরপর জার্মান মিডফিল্ডার গুনদোয়ান ভুল করেননি। ফলে ম্যাচে লিড পেয়ে যায় বার্সা। প্রথমার্ধেই আরও একটা গোল পেতে পারতো বার্সা। টনি ক্রুসের পা থেকে বল নিয়ে গোলে দারুণ শট নিয়েছিলেন ফার্মিন লোপেজ। তবে বল ফেরত আসে সাইডপোস্ট থেকে। ৩২ মিনিটে আরও একবার ব্যর্থ হয় কাতালানরা। তাদের সেই ১-০ গোলের লিড দেখে টানেলে ফেরে দুই দল। দ্বিতীয়ার্ধেও শুরুটা ছিল প্রথমার্ধের মতোই। একাধিকবার আক্রমণে ওঠে ভয় ধরিয়েছিলেন হোয়াও ক্যান্সেলো। তবে গোলটা তার পাওয়া হয়নি। ৫২ মিনিটে আরও একবার ফারমিনের শট বারে লাগলে লিড বাড়ানো হয়নি স্বাগতিকদের। ৬৩ মিনিটে রিয়ালের বদলি হিসেবে মাঠে নামের লুকা মদ্রিচ। এই ক্রোয়েটের গুণেই যেন ম্যাচে ফেরে রিয়াল। ৬৮ মিনিটে জ্যুড বেলিংহ্যামের দূরপাল্লার শট যেকোনো খেলোয়াড়েরই স্বপ্ন হয়ে থাকবে। ম্যাচটা তখন অনেকটাই রিয়ালের হাতে। পরের সময়টা লস ব্লাঙ্কোসরাই খেলা এগিয়ে নিয়েছে। ম্যাচ যখন ড্র হিসেবেই ধরে নিয়েছিল সবাই, তখনই ৯২ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোল এনে দেন বেলিংহ্যাম। তাতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের মত নিজের এল ক্লাসিকো অভিষেকেও জয়সূচক গোল এনে দেন ২০ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার। এই জয়ের পর লা লিগায় ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরেই থাকছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন