রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বাংলাদেশের বিশ্বকাপ শিবিরে দুই দেশি লেগ স্পিনার

বাংলাদেশের বিশ্বকাপ শিবিরে দুই দেশি লেগ স্পিনার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলছে ভারতের মাটিতে বিশ্বকাপ। আর এবারের আসরে বাংলাদেশ দলে কোনো লেগ স্পিনার নেই। তবে দলের সঙ্গে নেট বোলার হিসেবে যুক্ত আছেন দুই কিশোর। একজন ওয়াসি সিদ্দিকী ও আরেকজন শেখ ইমতিয়াজ শিহাব। বিশ্বকাপের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে নেটে ব্যস্ত সময় পার করতে হচ্ছে দেশি এই দুই কিশোরের।

অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই দুই লেগিকে প্রথম থেকে দলের সঙ্গে রাখতে চেয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ভিসা জটিলতার কারণে প্রথম থেকে শিহাবকে পেলেও পাওয়া যায়নি ওয়াসীকে। তবে এবার মুম্বাইয়ে দলের সঙ্গী হলেন দুইজনই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নেটসেশনে বল করবেন তারা। এছাড়া কেরালার কারাপাস জিয়াস ঢাকা থেকেই দলের সঙ্গে আছেন ভাড়াটে চায়নাম্যান হিসেবে। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার ওয়াসি সিদ্দিকীকে পেতে কিছুটা দেরি হলো ভিসা জটিলতার কারণে। ওয়াসি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের যুব বিশ্বকাপ দলের নিয়মিত সদস্য মনে করা হচ্ছে তাকে। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে বলেন, ‘বয়সভিত্তিক দলে সে ভালো করছে। কোয়ালিটি লেগস্পিনার সে। বিশ্বকাপ দলের নেট বল করার জন্য তাকে নেওয়া ভালো সিদ্ধান্ত। এতে শিহাব আর ওয়াসি দু’জনেরই লাভ হবে। বিশ্বকাপে দলের সঙ্গে অনেক কিছু শিখতে পারবে। জাতীয় দলে খেলার স্বপ্ন বড় হবে।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন