চুলে মেথি ব্যবহার করলে কী হয়?
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চুল পড়ার সমস্যা এখন নারী-পুরুষ সবার মধ্যেই দেখা যায়। এটি যে কেবল বয়স বাড়লে বেশি পড়ে, এমন নয়। এখন অনেক কম বয়সেই চুল পড়ার সমস্যা দেখা দেয় অনেকের। এই সমস্যা সমাধানে প্রাকৃতিক উপায় বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেকে সঠিক উপায় জানা না থাকার কারণে ভুলভাল উপকরণ ব্যবহার করে সমস্যা আরও বাড়িয়ে তোলেন। তবে আপনি যদি নিয়মিত কিছু উপকরণ চুলে ব্যবহার করেন, তাহলে চুলের অনেক সমস্যা দূর হবে। শুধু চুল পড়াই নয়, চুলের গোড়া দুর্বল, খুশকি ইত্যাদি সমস্যা লেগে থাকে অনেকেরই। চুল খারাপ হতে শুরু করলে মানসিক শান্তিও নষ্ট হয়। কারণ সুন্দর চুল সবারই আকাঙ্ক্ষার। আপনার রান্নাঘরে থাকা একটি উপাদান চুলকে ভালো রাখতে কাজ করে। বলুন তো সেটি কী? তা হলো মেথি। মেথির অনেক গুণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, এটি চুল ভালো রাখতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক চুলে মেথি ব্যবহার করলে কী হয়- মেথিকে থাকে আয়রন। সেইসঙ্গে আরও থাকে প্রোটিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মেথির তেল মাথায় নিয়মিত ব্যবহার করলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যায়। চুলের যত্নে এর ব্যবহারও বেশ পুরনো। আপনি যদি নিয়মিত মেথির তেল মাথায় ব্যবহার করেন তবে পরিবর্তনটা হবে চোখে পড়ার মতো। মেথিতে রয়েছে লেসিথিন। এটি চুলের গোড়া শক্ত করে। সেইসঙ্গে পুষ্টি জোগায় মাথার ত্বকে। যে কারণে খুশকির সমস্যা যেমন কমে যায়, তেমনই চুল ঘন হয়। যারা খুশকির সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটি প্রয়োজনীয় ও উপকারী উপাদান হতে পারে মেথি। এর নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে সহজেই। তখন আর খুশকির জন্য আপনাকে অস্বস্তিতে ভুগতে হবে না। মেথিতে থাকে এক মিউসিল্যাজিনিয়াস ফাইবার। চুলের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে এই ফাইবার। এই উপাদান থাকার কারণে মেথি ব্যবহারে চুল যেমন ঘন হয়, তেমনই মসৃণ হয়ে ওঠে। মেথির তেল নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতাও দূর হয় অনেকটাই।