মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

চাঁদে মিলেছে অক্সিজেনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান

চাঁদে মিলেছে অক্সিজেনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  এবার চাঁদে প্রাণী বেঁচে থাকার অতি প্রয়োজনীয় অক্সিজেনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান পাওয়ার বিষয় জানিয়েছে ভারতের চন্দ্রযান-৩ এর রোভার প্রজ্ঞান। ছয় চাকাযুক্ত রোভারটির লেজার-চালিত ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে পৃথিবীর একমাত্র উপগ্রহটির দক্ষিণ মেরুর কাছে সালফারের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। এখন হাইড্রোজেনের সন্ধানও মিলতে পারে বলে সম্ভাবনা দেখা গেছে। খবর হিন্দুস্তান টাইমস। মঙ্গলবার (২৯ আগস্ট) দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে, প্রজ্ঞান রোভারের লেজার-পরিচালিত ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ প্রথমবারের মতো দক্ষিণ মেরুর কাছে চন্দ্র পৃষ্ঠে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। ইসরো জানিয়েছে, রোভারের স্পেকট্রোস্কোপ অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস (আয়রন), ক্রোমিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনও শনাক্ত করেছে। এখন হাইড্রোজেন অনুসন্ধান চলছে।ভারতসহ এখন পর্যন্ত মাত্র চারটি দেশ চাঁদের পৃষ্ঠ জয় করতে পেরেছে। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটি ছাড়া অন্য তিন দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদের উত্তর মেরু জয় করছে। তাই দক্ষিণ মেরুর রহস্য ছিল অনাবিষ্কৃত। ভারত আজ সেই রহস্যের উম্মোচন করল বিশ্ববাসীর সামনে। সেই দুর্গম মেরুতে ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। চতুর্থ দেশ হিসেবে এবার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের মাটি স্পর্শের গৌরব অর্জন করেছে দক্ষিণ এশিয়ার দেশটি। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই কৃতিত্বের মালিক ছিল। এর আগে, ভারতের চন্দ্রযান-২ এর ল্যান্ডারটি চাঁদে নামার সময় বিধ্বস্ত হয়। সোমবার চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল `বিক্রম` সফলভাবে যোগাযোগ স্থাপন করে উত্তরসূরী চন্দ্রযান-২ এর অরবিটারের সঙ্গে। চন্দ্রযান-২ বিধ্বস্ত হয়ে গেলেও এখনই তার অরবিটার পদক্ষিণ করছে চাঁদকে। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার তাই বিক্রমে অনেকগুলো অতি শক্তিশালী সেন্সর লাগানো হয়। এমনকি বিজ্ঞানীরা জানিয়েছেন, সেন্সর যদি কাজ নাও করে, তারপরেও ঠিকভাবে চাঁদে নামতে পারবে বিক্রম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন