মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আইফোনে পাসকোড ব্যবহারে সতর্কতার পরামর্শ

আইফোনে পাসকোড ব্যবহারে সতর্কতার পরামর্শ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। বর্তমানে আইফোনের জনপ্রিয়তাও বেশ। প্রয়োজনীয় প্রিয় ফোনটি চুরি হলে বা হারিয়ে গেলে হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক। কেননা ফোনে সংরক্ষিত থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট। সাধারণত আইফোনে ৪ সংখ্যার পাসকোড ব্যবহার করেন অনেকেই। কিন্তু এই পাসকোড ক্র্যাক করা প্রতারকদের কাছে কোনও সমস্যাই নয়। ফলে ডিভাইসটির নিরাপত্তা লঙ্ঘিত হয় খুব সহজে। আইফোন-১৫ নিয়ে নতুন অভিযোগ বাংলাদেশেও আইওএস ১৭, নতুন ফিচারটি যেভাবে আপডেট করবেন স্যাটেলাইট প্রযুক্তিসহ উন্মুক্ত হলো আইফোন ১৪, জানুন দাম এ কারণে বারবার সতর্ক করা হচ্ছে ব্যবহারকারীদের, যাতে তারা খুব সতর্কতার সঙ্গে পাসকোড ব্যবহার করেন। শুধু তাই নয়, কোথায় কখন পাসকোড ব্যবহার করে ফোন চালু করেছেন সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। সব চেয়ে ভালো ৪ সংখ্যার পাসকোডের পরিবর্তে অন্য কোনো জটিল সংখ্যা দিয়ে আইফোন লক করে নেয়া। তাতে ফোন চুরি হলেও তথ্য হারানোর আশঙ্কা কম থাকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন