সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জিমন্যাস্টিক্সে নতুন সাধারণ সম্পাদক

জিমন্যাস্টিক্সে নতুন সাধারণ সম্পাদক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

ক্রিকেট, ফুটবল বাদে দেশের বাকি সব ফেডারেশন সাধারণ সম্পাদক নির্ভর। জিমন্যাস্টিক্স ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে রদবদল আসছে। ১৫ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আহমেদুর রহমান বাবলুর স্থলাষিভিক্তি হচ্ছেন তারই হাতে গড়া শিষ্য হাবিবুর রহমান জামিল।

বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী ২০০৯ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টেনেছেন। এরপর কোচিং ও সাংগঠনিক দিকেই মনোযোগ দিয়েছেন। ২০১৭ সালে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হন। ছয় বছরের মধ্যেই ফেডারেশনের মূল পদে আসীন হচ্ছেন। মাত্র ৩৭ বছর বয়সেই দেশের একটি শীর্ষ ফেডারেশনের প্রধান পদে বসতে যাচ্ছেন। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর ১৯৯১ সালে ও হকি কিংবদন্তী আব্দুস সাদেক ১৯৮২ সালে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার সময় বয়স ৩৭ এর কম ছিল। ১৯৯৮ সাল থেকে ফেডারেশনগুলোতে নির্বাচন ব্যবস্থা শুরু হয়। সবচেয়ে কম বয়সে নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার ক্ষেত্রে জামিলই সবার চেয়ে এগিয়ে থাকছেন বলে ধারণা ক্রীড়াসংশ্লিষ্টদের৷ জিমন্যাস্টিক্সের চার বারের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু এবার সহ-সভাপতি। গুরুকে সর্বোচ্চ সম্মান দেয়ার প্রতিশ্রুতি নতুন সাধারণ সম্পাদক জামিলের, ‘বাবলু স্যার আমার জিমন্যাস্টিক্সের গুরু। স্যার প্রথম সহ-সভাপতি থাকছেন। সিনিয়রদের পরামর্শ অনুসারেই আমরা জুনিয়ররা কাজ করে ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাব।’ চার বছর পর ফেডারেশনের লক্ষ্যমাত্রা সম্পর্কে জামিল বলেন, ‘আমরা কিছু দিন আগে সিঙ্গাপুরে এশিয়ান চ্যাম্পিয়নশীপে পদক মিস করেছি। আমাদের লক্ষ্য থাকবে ওয়াইল্ড কার্ডের ভরসায় না থেকে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করার। সেই লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করব।’ জামিল বিকেএসপি’র পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। জিমন্যাস্টিক্স ফেডারেশনের নির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার দিন৷ নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা পড়েনি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করবে। মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ২০১৬ এসএ গেমসে রেকর্ডসহ দু’টি স্বর্ণ জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। সম্প্রতি সাঁতারের পুল থেকে অবসর নিয়ে কোচ হিসেবে কাজ শুরু করেছেন। এবার সংগঠক হিসেবে নতুন পথ চলা শুরু করতে যাচ্ছেন এই নারী তারকা ক্রীড়াবিদ। সংগঠক হিসেবে যাত্রাটা সাঁতারে নয়; জিমন্যাস্টিক্সে। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিলা। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনে প্রার্থী হতে কোনো সংস্থার কাউন্সিলর হতে হয়। শিলাকে মহিলা ক্রীড়া সংস্থা থেকে জিমন্যাস্টিক্স ফেডারেশনের কাউন্সিলর মনোনীত করা হয়েছে। কোনো ফেডারেশনের নির্বাহী কমিটিতে শিলা প্রথম হলেও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের সদস্য হিসেবে দেশের ক্রীড়াবিদ সুযোগ-সুবিধার ব্যাপারে কাজ করছেন গত কয়েক বছর যাবৎ। শিলার খেলার পাশাপাশি একাডেমিক দক্ষতাও রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি রয়েছে। শিলার মতো জিমন্যাস্টিক্সের নতুন কমিটিতে আরো দু’টি চমক আসছে। এর মধ্যে অন্যতম জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর তানভীর আহমেদ তমাল। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিওএ’র সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ তমাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের সহ-সভাপতি হচ্ছেন। সংগঠকের পরবর্তী প্রজন্মও ক্রীড়া সংগঠক বাংলাদেশে দুই-একটি পরিবার ছাড়া তেমন উদাহরণ নেই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন