মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আমির খানের মেয়ের বিয়ে নিয়ে বিভ্রান্তি

আমির খানের মেয়ের বিয়ে নিয়ে বিভ্রান্তি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বলিউডে চলছে বিয়ের মৌসুম। আগামী সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজনৈতিক নেতা রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। এর মাঝেই সামনে এলো আমির খানের মেয়ে আয়রা খানের বিয়ের খবর। কিছুদিন আগেই নূপুর শিখরের সঙ্গে আংটি বদল হয়েছে তার। আগামী ৩ অক্টোবর বিয়ে করতে চলেছেন তারা। ধুমধামের সঙ্গে এগোচ্ছে বিয়ের আয়োজন। কিন্তু আচমকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়রার একটি পোস্ট ঘিরে তার বিয়ে নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী,  আমির খানের কন্যা আয়রার বিয়ের দিন ঠিকঠাক ৩ অক্টোবর। পরিণীতির মতোই তারও বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানে। জানা যায় সে উদ্দেশে উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথাও রয়েছে খানেদের পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের। শুরু হয়ে গেছে প্রস্তুতিও। কিন্তু আচমকাই আয়রার একটি পোস্টে বিয়ে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়ায় আয়রা জানান যে ৩ অক্টোবর তার বিয়ে হচ্ছে না। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে আয়রা লেখেন, ‘না, ৩ অক্টোবর আমাদের বিয়ে হচ্ছে না। সবাইকে সবটাই জানাব পরে। কারণ, সেই সময় আমি নিজেই বিষয়টা নিয়ে খুব উত্তেজিত থাকব। এতটাই উত্তেজিত থাকব যে, হয়তো বিষয়টা চোখ এড়িয়ে যেতে পারে।’ কিন্তু এই পোস্ট করার কিছু পড়েই সেই পোস্ট মুছে দেন আয়রা। এদিকে আয়রার সে পোস্টের পর থেকেই চলছে নানা জল্পনা। আমিরের মেয়ের বিয়ে ভেস্তে গেল কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। ২০২০ সালে লকডাউন পিরিয়ডের সময় থেকে আমির খানের মেয়ে আয়রার সঙ্গে নূপুর শিখারের বন্ধুত্ব ও প্রেমের শুরু হয়। পরবর্তীকালে তারা আরও কাছাকাছি এলে সেই সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন আয়রা ও নূপুর।গত বছরের সেপ্টেম্বর মাসে ইতালিতে আয়োজিত আয়রন ম্যান প্রতিযোগিতা চলাকালীন ছুটে এসে আমির কন্যা আয়রার হাতে আংটি পরিয়ে দেন নূপুর শিখর। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা যায়, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে হাসি মুখে ছুটে এসে আয়রার ঠোঁটে ঠোঁট রাখেন, তারপর হাঁটু গেড়ে বসে আয়রাকে আংটি পরিয়ে দেন নূপুর।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন