শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অপেক্ষা করেন, ঈদের পরে ধামাকা নিউজ দেব: অপু বিশ্বাস

অপেক্ষা করেন, ঈদের পরে ধামাকা নিউজ দেব: অপু বিশ্বাস

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আসন্ন ঈদে থাকছে না ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের কোনো সিনেমা। গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’। আর এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওটিটির দুনিয়ায় পা রাখেন তিনি।

কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস আগেই দিয়েছিলেন এই নায়িকা।

ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।

ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন অপু বিশ্বাস। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এক সময় শাকিব খানের সঙ্গে জুটি বেধেঁ নিয়মিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে রুপালি পর্দার বাইরে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনেই বেশি সরব দেখা যায় তাকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন