নির্মাণাধীন ৮ তলা ভবনের দেয়াল ধসে আহত ব্যক্তির মৃত্যু
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী মাধববাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উত্তরার সিনসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম। মৃত সিদ্দিকুর রহমান (৫০) মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকার বাসিন্দা। বর্তমানে তার মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী রত্না আক্তার (৩৪) ও ছোট ছেলে আব্দুর রহমানও আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসায় নেওয়া হয়েছে। মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, গত রোববার সকালে গাজীপুর শহর এলাকায় হঠাৎ দমকা হওয়া ও ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে পাশের নির্মাণাধীন সুলতান হাছিনা টাওয়ারের ৮ম তলা ভবনের ওয়ালের কিছু অংশ ধসে নিচে একটি বসত ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে টিনের ঘরের চাল ছিদ্র হয়ে এবং এঙ্গেল ও ফ্যান ভেঙে গিয়ে ঘরে খাঁটের ওপর পড়ে। এতে তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিদ্দিকুর রহমানের গুরুতর অবস্থা হওয়ায় ঢাকায় পাঠানো হলে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, রাজধানীর সিনসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।