মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে সাত বছর বয়সী রিয়াদ হাসান নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রিয়াদ ওই এলাকার মোঃ জাকারিয়ার ছেলে।
জানা যায়, এদিন সকালে শিশু রিয়াদ বাড়ি থেকে খাবার খেয়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাহিরে যান। কিছুণ পরে একটি পুকুরের পারে হাটুপানিতে ওই শিশু সহ আরও ৩ শিশু গোছল করতে নেমে পড়েন। এসময় ওই পুকুরের মাঝেখানে অসাবধানবশত চলে গিয়ে ডুবে যান শিশু রিয়াদ। পরে তার সহপাঠীরা তাকে না দেখতে পেয়ে রিয়াদের পরিবারে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় আইনি পদপে প্রক্রিয়াধীন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন