রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বাংলাদেশের গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে রয়েছে

বাংলাদেশের গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে রয়েছে
দিনাজপুর প্রতিনিধি :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ভারতের একটি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘বাংলাদেশের গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে রয়েছে। পৃথিবীর প্রায় সব দেশ বলছে বাংলাদেশের গণতন্ত্র নীরবে ধ্বংস হয়েছে। অতীতের দুটো নির্বাচন সুষ্ঠু হয়নি। এবারের নির্বাচন সুষ্ঠু হতে হবে। অংশগ্রহণমূলক, অংশীদারিত্বমুলক হতে হবে।বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বাংলাদেশের মানুষ ঘুরে দাড়িয়েছে,  ইনশাআল্লাহ এই জাগরণের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত করব এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করব’।বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় প্রায় ৪০লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের বড়ইল এলাকায় ট্রাক টার্মিনাল মাঠে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে রোডমার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ। সমাবেশে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম,  জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল হক।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন