শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাকিব-মুশফিককে না রাখার ব্যাপারে যা বললেন নান্নু

সাকিব-মুশফিককে না রাখার ব্যাপারে যা বললেন নান্নু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

পরীক্ষা-নিরীক্ষার এশিয়া কাপ মিশন শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে খুব বেশি দিন বিশ্রাম পাবেন না ক্রিকেটাররা। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে বিসিবি। তবে ঘোষীত দলে নেই অধিনায়ক সাকিব, আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদরা।  গতকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। আর কিউইদের বিপক্ষে এ সিরিজ দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা। এদিকে দেশসেরা ওপেনার তামিম ইকবালও চোট কাটিয়ে এবারই প্রথম মাঠে নামবেন। আর বিশ্বকাপের একেবারে সন্নিকটে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে সাকিব, মুশফিক, তাসকিন, মিরাজ, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদদের। এশিয়া কাপ খেলার ধকল তো আছেই, একই সঙ্গে মেগা টুর্নামেন্টের আগে কেউ যেন চোটে না পড়েন সেই সতর্কতা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সামনে ভারতে বিশ্বকাপ, সেটা মাথায় রেখেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। সেখানে ক্রিকেটারদের মানসিক ও শারীরিক ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ।’

এই সিরিজ দিয়ে কয়েকজন ক্রিকেটারকে যাচাই করে নেয়া যাবে জানিয়ে নান্নু বলেন, ‘এই নিউজিল্যান্ড সিরিজ বড় টুর্নামেন্টের আগে আমাদের কয়েকজন ক্রিকেটারকে যাচাই করে নেওয়ার সুযোগ দিচ্ছে। দলটা অভিজ্ঞতা আর তারুণ্যের মিশ্রণে সাজানো হয়েছে। খালেদ, জাকির ও রিশাদ এখন পর্যন্ত অনভিষিক্ত। জাকির আয়ারল্যান্ড সিরিজেই খেলত, তবে দুর্ভাগ্যবশত ইঞ্জুরিতে পড়েছিল। খালেদ লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ভালো করেছে। রিশাদ বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন