রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাশিয়া সফরে যে উপহার পেলেন কিম?

রাশিয়া সফরে যে উপহার পেলেন কিম?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যেন আত্মার সম্পর্ক কিমের! তাই তো দীর্ঘ ছয় দিন অবস্থান করলেন রাশিয়ায়। আন্তর্জাতিক অঙ্গনে এতো দীর্ঘ সফর সচরাচর দেখা যায় না। সফর শেষে নিয়ে গেলেন বেশ কিছু উপহার। রোববার এক প্রতিবেদনে তাস জানিয়েছে, উপহার হিসেবে কিমকে পাঁচটি বিস্ফোরক ড্রোন, একটি রিকনেসান্স ড্রোন ও একটি বুলেটপ্রুফ ভেস্ট দেন প্রিমোরিয়ে অঞ্চলের আঞ্চলিক গভর্নর। পাঁচটি বিস্ফোরক ড্রোনই ইরানের কামিকাজে মডেলের। আর বুলেটপ্রুফ ভেস্টটি থার্মাল ক্যামেরাকে ফাঁকি দিতে পারে।  এসব উপহার নিয়ে সাঁজোয়া ট্রেনে করে মস্কো ছাড়েন তিনি। রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া নভোস্তি কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যায়, ট্রেন থেকে রাশিয়ার প্রতিনিধিদের দিকে হাত নাড়িয়ে বিদায় নিচ্ছেন কিম। কিমকে বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।সফরের আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এ সফরে সম্ভবত মস্কো উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল ও অ্যান্টিট্যাংক ক্ষেপণাস্ত্র চাইবে। অন্যদিকে উন্নত স্যাটেলাইট ও পারমাণবিক চালিত সাবমেরিন প্রযুক্তি চাইবে পিয়ংইয়ং। তবে এ সফরে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিমের সফরকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব, সংহতি ও সহযোগিতার নতুন এক দিগন্তের সূচনা বলে আখ্যা দিয়েছে।  প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে সরাসরি রাশিয়াকে সমর্থন করে উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে বন্ধুত্ব বেশ পুরোনো। ৭৫ বছর আগে উত্তর কোরিয়ার জন্মের সময় সবার আগে দেশটিকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন