ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৩ দোকানির জরিমানা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৮.০৯.২৩
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন দোকানির জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালারহাট বাজারের তিন দোকানির ২ হাজার টাকা অর্থ দন্ড করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলার বালারহাট বাজারের চাল ব্যবসায়ী আশরাফুল ইসলামের দোকানে প্লাস্টিক বস্তায় চাল রাখার অপরাধে ১ হাজার টাকা, মুদি দোকানি ভজন মোহন পালের দোকানে প্লাস্টিক বস্তায় খাদ্য দ্রব্য রাখার অপরাধে ৫০০ টাকা ও মিলন দেবনাথের দোকানে প্লাস্টিক বস্তায় খাদ্য দ্রব্য (চিড়া) রাখার অপরাধে ৫০০ টাকা জরিমান করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমদ জানান, প্লাস্টিকের বস্তায় খাদ্য দ্রব্য রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে পাট জাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইনে অর্থদন্ড করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার ৬ ইউনিয়নের হাট-বাজার গুলোতে যাতে কোন ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিতে না পারে সে জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা অব্যাহত আছে।